সকাল
-------------------------------
--------শিব পদ রায়
প্রত্যুষে পাখিদের কোলাহল
বড় মধুর লাগে,
ভগবানের নাম নিয়ে শুরু
মাতো ভৈরবী রাগে।
স্নিগ্ধ সুন্দর এ ব্রাহ্মমুহূর্ত,
ঠাকুর সংকীর্তন,
ষোলনাম বত্রিশ অক্ষরেই
শ্রীকৃষ্ণ গুনগান।
প্রকৃতির অমোঘ অবদান
প্রত্যহ প্রাতঃকাল,
কত সুন্দর করিয়া ধরণী
নির্মল মহাকাল ।
ভালে তিলক হাতে জপমালা
চিত্তশুদ্ধি মগনে,
স্রষ্টার কাছে আত্মসমর্পণে
গাও এ সন্ধিক্ষণে।
তাং- ০৯/১২/২৪ ইং