সহধর্মীনীর জন্মদিনে
--------------------------------------
-------শিব পদ রায়
আজি সহধর্মীনীর শুভ জন্মদিন,
অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
একসঙ্গে পথচলা হোক কুসুমাস্তীর্ণ,
সবার কাছে চাই আশীষ পরিপূর্ণ।

অবশিষ্ট জীবন যেন কাটুক ভালো,
মন যেন হয় সদা শুচি শভ্র আলো।
সুখে দু:খে পরস্পর এই নিবেদন,
দৃঢ় হয় যেন ভালবাসার বন্ধন।

জন্ম তাহার রামপালের পেড়িখালী,
পিতা অনিল মা কালিদাসী শ্রদ্ধাঞ্জলি।
ছয় ভাইবোন একে অপরের সাথে,
ভাব বিনিময়ে করে তারা ঐক্যমতে।

জন্মদিনে সবারে জানাই স্বাগতম,
হৃদয় থেকে দিবেন আশীষ সত্যম।
কৃষ্ণ নামে কাটাতে পারি এই জীবন,
ঠাকুর যেন ভালো রাখেন দেহমন।

মুনমুন মোদের একমাত্র সন্তান,
সুস্থভাবে গড়ে উঠুক দাম্পত্য জীবন।
দাদুভাইদের সনে যেন থাকি সুখে,
পরমেশ্বর এমনিভাবে ভালো রাখে।

চুকনগরে গুলি
-----------------------------------------
-------শিব পদ রায়
চুকনগরে গুলির শব্দ
                আজও জাগে মনে,
বিশে মে যখনই আসিল
                 স্বজন হারা বেদনে।

বিভিষীকাময় সেই দিন
                ভয়ালের শিহরণ,
দশ বারো হাজার মানুষ
                একইদিনে মরণ।

পশ্চিমাদের বর্বর হত্যা
                চুকনগরের পাতোখালী,
রক্তে রঞ্জিত হয় সেদিন
                যাতনা দেয় কেবলি।

বিশে মে বিনম্র শ্রদ্ধাঞ্জলি
                বদ্ধভূমি নব সাজে,
আহাজারি জনম জনমে
                 বেদনার বিন বাজে।
                
                 তাং- ২০/০৫/২৪ ইং
           চুকনগর, ডুমুরিয়া, খুলনা।