স্বচ্ছতা
-----------------------------------
--------শিব পদ রায়
কাজ অভ্যন্তরে স্বচ্ছতা থাকা জরুরী,
মনটি থাকে ফ্রেশ,
কর্মেই জবাবদিহিতা থাকবে সদা
মোকাবিলায় হুশ।

নিজের সুনাম অক্ষত রাখতে হলে
কাজের নাম কর,
তার মত সুখ কোথাও পাবে না আর
মরেও যে অমর।

তুমি সুপথে থেকে করো যদি সঞ্চয়
রবে হয়ে পাথেয়,
পরপারে তুমি সর্বদা থাকবে ভালো
চিত্রগুপ্ত খাতায়।

খালিহাতেই এসেছিলে কি নিয়ে যাবে
সাথে যে হরিনাম,
সময় থাকতে একবার কৃষ্ণ কহ
পূরবে মনষ্কাম।

   তাং- ১৪/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।