সবজি ক্ষেত
------------------------------------
-------শিব পদ রায়
যদি সবজি খেত করতে চাও,
ইচ্ছে মত প্রয়োজনটা মিটাও।
শ্রম দেবে যখন যা দরকার,
যেগুলো খাবে সম্পূর্ণ উপকার।
গোবর সার কম্পোস্ট সারে ফল,
দেহ মানসিক গঠনে সুফল।
যত পারি করবো চাষ যতনে,
রব পছন্দের খাদ্য উৎপাদনে।
আশেপাশের সবাইকে বলবো,
আপন চেষ্টায় সবে খেত করবো।
পারিবারিক ভাবে সুস্থ থাকবো,
নিরাপদ স্বার্থক জীবন গড়বো।
তাং- ২৬/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।