সাবধান
-------------------------------
--------শিব পদ রায়
সাবধান জীবনের প্রতিটি অধ্যায়,
দুষ্টু লোক সর্বদা তোমার পিছু নেয়।
ঢুকবে তব হৃদয় অভ্যন্তরে শুধু,
বের করে নিবে মনোজাগতিক মধু।

শুরু হবে এক গভীর চক্রান্ত খেল,
প্রতি মূহুর্তে গৃহীত ডাটা ইমেইল।
অন্তরঙ্গ মেলামেশা করবে সর্বদা,
বের করে নিবে মনের যত চাহিদা।

যে কোন এক সন্ধিক্ষণে সুযোগ বুঝে,
বিপদে ফেলতে সময় লাগাবে কাজে।
উপায় থাকবে না আর সংশোধনের,
গাঁটের ছুরি গাঁট কাটে যে বারবার।

সময় থাকতে সতর্কতা দরকার,
ক্ষতি করে না সে যে করেনি উপকার।
বুঝেশুনে প্রীতি সামলানো পরিস্থিতি,
বুদ্ধিমানের কাজ হবে নয়তো ক্ষতি।

      তাং- ১৪/০৭/২৪ ইং