সবারে বাস ভালো
----------------------------
-----শিব পদ রায়
সবারে বাসতে হবে ভালো
নয়তো মনের কালো,
ঘুচবে নারে এলোমেলো
সেই তো তব আলো।

মন সবাই ভালো করো
পাবে তুমি আপন,
তবে কেহ হবে না পর
পরে খুশি নয়ন।

অপরে হবে অন্যতম
তোমার পিছে পিছে,
তেমন সুখ কোথা আছে  
সদ্ব্যবহারে উচ্চে।

আজকে মন্দ কাল ভালো
নৈমিত্তিক নীতিতে,
ভক্তি অর্ঘ্য ঢালবে তুমি
প্রাপ্তি পাবে প্রীতিতে।

ধরার সবে ঘনিষ্ঠ হবে
নিজের কর্মগুণে,
আদর করে ডেকে নিবে
নাওগো জেনেশুনে।

    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।