সবার উপরে মানুষ শ্রেষ্ঠ
----------------------------------
----------শিব পদ রায়
সবার উপরে মানুষ শ্রেষ্ঠ,
বুদ্ধিমত্তায় সেরা ন্যায়নিষ্ঠ।
মগজে অসংখ্য কৌশল ধরে,
বিবিধ যন্ত্র আবিষ্কার করে।

চন্দ্রযান অভিযান সহজে,
রকেট ভ্রমণ লাগিয়ে কাজে।
অত্যাধুনিক সব সরঞ্জাম,
মিটায় মনে আয়েশ আরাম ।

উত্তর মেরু দক্ষিণ মেরুতে,
মনুষ্য বিচরণ সাধ্যমতে।
ইন্টারনেট সংযোগ সাধন,
অবিস্মরণীয় এ অবদান।

পশুপাখি হয় বিবেকহীন,
মানব শুচিশুভ্র সর্বাঙ্গীন।
মানুষের উন্নত প্রকৌশল।
বিশ্বকে করেছে আলোকোজ্জ্বল।

চাষাবাদেই উন্নত প্রযুক্তি,
কোথাও নেইতো খাদ্য ঘাটতি।
বিবেকই প্রখর বলে অতি,
সৃষ্টির সেরাই মানব জাতি।
     তাং- ০৪/০১/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।