সবাই বাঁচতে চায়
---------------------------------
-----শিব পদ রায়
পৃথিবীর সবুজ সুষমায়
সবে বাঁচতে চায়,
কি সুন্দর ধরণী আবর্তিত
সৌন্দর্য মহিমায়।

স্নিগ্ধ অবলীলার এ জগতে
অবাধ বিচরণ,
মানুষ অমানুষ সব মিলে
তান্ডব বিচক্ষণ।

ফের আসিব ধরায় কে জানে
হবে কি পূনর্জন্ম,
চুরাশি লক্ষ যোণি ভ্রমণেতে
তবে মানব জন্ম।

কি যে অমূল্য জীবন দর্শন
মনুষ্য সভ্যমাঝে,
অবারিত শান্তির ভূমণ্ডলে
আছি যে যার কাজে।

নিমিত্তের ভাগীদার না হই
আপন কৃতকর্মে,
কিয়দংশ যেন সুকৃতি থাকে
স্রষ্টার সৃষ্টি ধর্মে।

ঈশ্বরের যেন ভুলে না যাই
সুখেও থাকি যদি,
হাতে কাম মুখে নাম লইবো
সতত নিরবধি।

  তাং- ২৭/১০/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।