রোজার মাস রমজান
-----------------------------------------
-------শিব পদ রায়
রোজার মাস রমজান শেষে
খুশির ঈদ এলো,
ঘরে ঘরে অনাবিল আনন্দ
কত যে লাগে ভালো।
আত্মীয় স্বজন সবার বাড়ি
ঘুরে বেড়াতে হবে,
বহুদিন পরে গ্রামের দেখা
ভীষণ মজা পাবে।
সিয়াম সাধনার এই মাসে
একনিষ্ট সাধনে,
আল্লাহর কাছে প্রার্থনা করে
মানবের কল্যানে।
ধৈর্য শৌর্য ত্যাগের মহিমায়
দৃঢ় হোক বন্ধন,
সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি হউক
সবার নিবেদন।
তাং-৩১/০৩/২৫ ইং