রক্তাক্ত একুশ
-------------------------------
---------শিব পদ রায়
একুশ তুমি শিখালে
             উদার হতে ভাইরে,
অন্যায়ের সভাতলে
         মাথা নোয়াতে নাইরে।

বায়ান্নর আন্দোলনে
           ভাষার তরে জীবন,
শহীদের রক্তদানে
           বাংলা ভাষা পায় প্রান।

উর্দু হবে রাষ্ট্র ভাষা
            পাকিস্তানি অপচেষ্টা,
রক্তাক্ত হায়েনা নেশা
            জিন্নাহেরই প্রচেষ্টা।

দামাল ছেলে ক্ষেপিল
             রফিক শফি সালাম,
ভাষাতে জীবন দিল
              জানাই স্বশ্রদ্ধ প্রনাম।

মোরা অমর একুশে
               স্বগর্বে পালন করি,
আন্তর্জাতিক দিবসে
              শহিদের ফুলে বরি।
           তাং- ০১/০২/২৪ ইং
          চুকনগর, ডুমুরিয়া খুলনা।