রথযাত্রা
-------------------------------
---------শিব পদ রায়
রথযাত্রা অন্যতম ধর্মীয় উৎসব,
রথের দড়ি ধরে টান মহোৎসব।
নারীপুরুষ নির্বিশেষে সবাই এক,
জগন্নাথ দর্শনে সবে পরিপূরক।
রথের দড়িটানে পূণ্য অর্জিত হয়,
হরি নাম সংকীর্তনে তাই মেতে রয়।
ব্রহ্মান্ডপুরানে রাজা ইন্দ্রদ্যন্মু দেখে,
পুরীর সমুদ্র তটে ভাসা কাস্ট মুখে।
মূর্তি তৈরিতে নির্দেশ কৃষ্ণ ঠাকুরের,
বিশ্বকর্মা ব্রাহ্মণ উপস্থিত আবার।
শর্ত সাপেক্ষে দরজা বন্ধ রবে কদিন,
কেউ যেন দুয়ার না খোলে উক্ত দিন।
আওয়াজ চলতে থাকে কিছু দিন,
শব্দ বন্ধ হলে করতে যান দর্শন।
অভিনব চেষ্টা ভিতরে কেহ না,
জগন্নাথ সুভদ্রা বলরাম পূর্ণ না।
এই আকৃতি অবস্থায় চলে অর্চনা,
সেই অবদান কারোতো নেই ছিল না।
মনের আশা আখাঙ্খা হবেগো পূরণ,
জগন্নাথ স্মরণ লবো সেই চিন্তন।
তাং- ০৮/০৭/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।