রমণীর গুণে
---------------------------------
--------শিব পদ রায়
একজন রমণীর বহুগুণ থাকে,
সংসার সাজিয়ে তবে পরিপাটি রাখে।
প্রত্যহ রান্না বান্না শেষে পরিবেশন,
আনন্দিত নারী দিয়ে ভরণপোষণ।

সংসারের সব সুখ রমণীর গুণে,
রক্ষনাবেক্ষন ও পরিচর্যাকরনে।
সন্তান ধারণ লালন প্রতিপালনে,
মানুষ করে গড়ে তুলবে সর্বক্ষনে।

নিত্যনব চিন্তা চেতনা ধ্যান ধারণা,
কর্মে এগিয়ে নারী সব ব্যবস্থাপনা।
স্নেহ আদরে ভগিনী সেবায় জননী,
ভালবাসা প্রেমে অভিমানে প্রনয়ণী।

শয়নে স্বপনে সর্বদা থাকে ভাবনা,
সবাইকে খাইয়ে মা নিজের রয় না।
সকলের জন্য মাতৃভূমিকা অনন্যা,
নিজেকে নি:শেষে মায়ের তুল্য কেহ না।

        তাং- ২৩/০৬/২৪ ইং
    শিরোমণি, ফুলতলা, খুলনা ।