রক্তের বাঁধন
------------------------------
-----শিব পদ রায়
রক্তের বাঁধন দ্রুত মোছে না
সম্পর্ক ঠিক রাখে,
ভিন্ন কারণে ভুল বোঝা হলে
তবুও মিশে থাকে।
মনের টান যত দূরে হোক
ঠিকই বুঝে নিবে,
হৃদয় নিংড়ানো ভালবাসায়
বন্ধন দৃঢ় হবে।
পাতানো আত্মীয় জোড়া লাগে না
রবে কলে কৌশলে,
হৃদয়ে ক্ষুদ্র ফাটল ধরলে
বিচ্ছিন্ন রসাতলে।
অন্তরে যদি মিলমিশ থাকে
নাহি লাগে ভাঙন,
সীমা রেখেই করলে পীরিত
সবে হয় আপন।
তাং- ১৯/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।