রাগদ্বেষ
-----------------------------
-------শিব পদ রায়
দেহমনে রাগদ্বেষ রাখা ঠিক নয়,
অভূতপূর্ব ক্ষতির সম্ভাবনা হয়।
স্বল্প রাগে জানি অনেক বিপদ ঘটে,
মাশুল দিতে হবে সারাজনম বটে।

রাগ হলে ধৈর্য্য ধারণ অবশ্যম্ভাবী,
যতই ঝড় আসুক কেটে যাবে সবি।
যাদের সহ্য ক্ষমতা অনেকটা কম,
বিপদের আশঙ্কা পিছনে লাগে যম।

অশনি সংকেত এলে মনে দেয় সাড়া,
সতর্ক না থাকলে পড়বে হাত কড়া।
সাবধানে থাকলে অনেক উপশম,
তারপরেও অল্পতে ঘটে মতিভ্রম।

মন্দ গালিতেও প্রাণ যায় প্রেক্ষাপটে,
সমাজে এ অবস্থা থেকে বেরোবো বটে
সচেতনতা তৈরি করতে করো চেষ্টা,
রাগদ্বেষ ভুলে গিয়ে নতুন প্রচেষ্টা।

  তাং- ০২/১২/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া,খুলনা।