পুরনো দিনের গান
--------------------------------------
-------শিব পদ রায়
পুরনো দিনের গান খুব ভালো লাগে,
আজও হয়নি পুরাতন শ্রদ্ধা জাগে।
মন মধ্যে এক অদম্য আশার সঞ্চার,
যেন অলৌকিক আশির্বাদ বিধাতার।

শুনলে হৃদে আলোড়িত গভীর প্রেম,
স্বরলিপির ঝংকারে মন হারালাম।
কত আবেগ লুকায়িত আছে এ গানে,
মানুষের তীব্র আকাঙ্খা অনুধাবনে।

খুব উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় গানে,
প্রাণ পায় মানুষ সুরলহরী তানে।
গীতিকার সুরকার শিল্পীর মিলনে,
প্রাণবন্ত মন মাতানো গীতশ্রবণে।

জানে না এহেন গান জ্বরাজীর্ণ হতে,
মানব যতদিন বেঁচে রবে জগতে।
আজও কানে বেজে চলেছে সে সংগীত,
মিটায় মনের পিয়াস করে মোহিত।

    তাং-০১/০২/২৫ ইং