পুরনো সব জিনিসপত্র
--------------------------------------
--------শিব পদ রায়
পুরনো সকল জিনিস পত্রের জন্য,
গুছিয়ে রাখা ছিল বড় যত্নে অনন্য।
স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ সে নথি,
প্রাণাধিক করেছি যাকে সঙ্গের সাথী।
কত জনমের তিল তিল করে লেখা,
পুঞ্জীভূত মনের অনেক ছবি আঁকা।
ছেড়ে দিতে চায় না এ মন কোনমতে,
তবুতো ডাস্টবিন সাজানো ফেলে দিতে।
মায়ায় জড়িয়ে রয়েছে প্রতিটি কণা,
জীবন সান্নিধ্যে বসে শুধু আনাগোনা।
সবইতো হলো পরিত্যক্ত স্তুপে ভরা,
সাধের লেখনীগুলো আজ ঘুনে ধরা।
অপরাহ্নে কেবলই ভাবছি মনে মনে,
প্রহরগোনা দিন বুঝি সম্মুখপানে।
আর কিহে হবে দেখা যতদিন যাবে,
অন্তরের ভ্রান্তি ভুলে এ মিনতি গাবে।
তাং-১২/০১/২৫