পূজা আসছে
-----------------------------------
-------শিব পদ রায়
দেবী দুর্গা মায়ের দোলায় আগমন,
বিসর্জন শেষে ঘোটকে হবে গমন।
দোশরা অক্টোবর সূচনা মহালয়া,
বীরেন্দ্র ভদ্রের শুদ্ধ মন্ত্রে দোলে কায়া।

শরতের আগমনে ভক্ত মুখরিত,
দুর্গতিনাশিনী বিভিন্ন সাজে সজ্জ্বিত।
অসুর নিধন মহামায়ের সংকল্প,
মহিষাসুরের চূর্ণ হবে সব দর্প।

মনের অসুর নাশ করো মা ভূবনে,
শান্তির বাণী বর্ষিত হোক সবখানে।
অত্যাচার অনাচার বিদূরিত করো,
সৌহার্দ্য ও সম্প্রীতি আসুক আবারো।

তব উপস্থিতি ভক্তমনে দোলা দেয়,
সুখে রেখ সন্তানে সেই কামনায়।
প্রনাম লহো মাগো তব রাঙা চরণে,
মনষ্কামনা পূর্ণ করো জগৎ কল্যাণে।

    তাং- ২১/০৯/২৪ ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।