প্রতিযোগিতা
----------------------------
--------শিব পদ রায়
জীবনে হারজিত থাকবে,
তবুও এগিয়ে যেতে হবে।
ভয় করলে চলবেই না,
আত্মবিশ্বাসে জাগে সান্ত্বনা।

পরাজয় হাসিমুখে মানো,
নিজের উপর আস্থা আনো।
কর্মে স্থির মন রেখে তবে,
অভিলক্ষে তুমি পৌঁছে যাবে।

কাজের আগে আগে থাকবে,
কম বেশি পারি দৃষ্টি কাড়বে।
জানার আগ্রহ বেড়ে যাবে,
পড়ালেখায় মন বসবে।

হারজিত বড় কথা নয়,
অবাধ অনুশীলনে হয়।
প্রতিযোগিতায় প্রাপ্ত হয়,
পুরষ্কার ভাব বিনিময়।
      তাং- ১৯/০২/২৪ ইং
     চুকনগর, ডুমুরিয়া, খুলনা।