প্রতিভা
-------------------------
--------শিব পদ রায়
সুপ্ত প্রতিভাই বিকশিত হতে হবে,
থাকবে দুর্বার চেষ্টা নিভৃতে সরবে।
সবার মধ্যে নিজস্ব স্বত্ত্বা লুকায়িত,
অতীব প্রয়োজন তা করা জাগরিত।

ভালো কাজের স্বীকৃতি থাকা উচিত,
উৎসাহ উদ্দীপনায় করবে নিশ্চিত।
প্রেরণা আবেগ অনুভূতি প্রকাশিত,
যার পরিপ্রেক্ষিতে মানুষ প্রত্যাশিত।

উদ্দমে পৌছে যায় তার গন্তব্যস্থলে,
অধ্যবসায়ের ফলে সেটি হয় কালে।
অভিলক্ষ্য অর্জনের জন্য শ্রম দেবে,
বৃথা যাবে নাতো কর্মে প্রাপ্তি ঘটবে।

প্রকৃত সাধনা বিফল হবে না ক্ষেত্রে,
একনিষ্ট চিত্তে করায়ত্ব করো পেতে।
অধ্যবসায়ের জন্যে আগাবে নি:স্বার্থে,
কোন এক ক্ষণে ঠিকই সুখ প্রাপ্তিতে।
    তাং- ২৯/০১/২৪ ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।