প্রশিক্ষণ
-----------------
--------শিব পদ রায়
আমরা প্রতিনিয়ত নিচ্ছি প্রশিক্ষণ,
বাড়ছে পেশাগত দক্ষতা সর্বক্ষণ।
সময় মতো করতে হবে আগমন,
সবার হতে হবে সময় সচেতন।
প্রশিক্ষণ লব্ধ জ্ঞান করো গ্রহণ,
শিখন অনুধাবন হোক মূল্যায়ণ।
কাঙ্ক্ষিত শিখনফল হবেই অর্জন,
শিক্ষক আন্তরিকতায় বাস্তবায়ন।
সুশিক্ষা ঢুকুক হৃদয়ে কুশিক্ষা নাশ,
ভক্তিযুক্ত জ্ঞানার্জন ছাড়ে নাতো পাশ।
শিখনে হয় পরষ্পরে ভাব বিনিময়,
প্রশিক্ষক প্রশিক্ষনার্থীর বন্ধন হয়।
ভালো শিখনে প্রয়োজন অনুশীলন,
দরকার মনের গভীর সংযোজন।
এ প্রশিক্ষণ অন্তরে করবো ধারণ,
প্রতি স্কুলে গড়বো মোরা ছাত্র রতন।
          
        চুকনগর, ডুমুরিয়া, খুলনা।