প্রকৃত শিক্ষা
--------------------------------
------শিব পদ রায়
প্রকৃত শিক্ষায় শিক্ষিত করো
আদর্শের প্রতীক,
বিপথে তারা যাবে না কখনো
হবে দেশপ্রেমিক।

ভালমন্দ সব বুঝতে শিখে
নৈতিকতার সাথে,
উদয়ের পথে শুনবো বাণী
ক্ষয় নাই কিছুতে।

শিক্ষার শেকড় তেতো হলেও
এর ফলই মিষ্টি,
আলোকিত প্রাণ করিবে দান
সৃজনশীল কৃষ্টি।

জাতির বিবেক তৈরি করবে
জ্ঞানের আলো জ্যোতি,
বিশ্বজগত উদ্ভাসিত হবে
সত্য ন্যায়ের প্রতি।
তাং- ১০/১২/২৪ ইং