প্রকৃত প্রেম
--------------------------------
-------শিব পদ রায়
প্রকৃত আসক্তি হাড্ডিসার চারিধারে,
প্রেম হয়ে নিরবে নিভৃতেই ঘোরে।
বারটি বছরে চন্ডিদাস রজকিনী,
পরস্পরের মধ্যে হয় ভাব কাহিনী।
ছলনা নয় সত্যিকারের ভালবাসা,
পূরণ হয় মনের আসল প্রত্যাশা।
আশা নিয়ে বড়শী বায় চন্ডিদাস,
ঈশ্বর সান্নিধ্যে তাদের আত্মপ্রকাশ।
কৃষ্ণপ্রেমে মাতোয়ারা নিধুবনে রাধা,
তাঁর বাঁশরীর সুুরে শ্যামকুঞ্জে বাঁধা।
কুলের কলঙ্কের ভয় রাধা করে না,
শ্যামবাঁশির অন্যসুর করে বঞ্চনা।
ভালবেসে সুখী হতে সবাইতো চায়,
ভক্ত সুখী হতে চায় পেয়ে শ্যামরায়।
কারোর মনে দু:খ দেয়া খুব অন্যায়,
মনমাঝে বাসো ভালো শান্তি পাবে তায়।
তাং- ২৮/১২/২৪ ইং