প্রগতির যুগে
----------------------------------
--------শিব পদ রায়
আজকাল যুগ হচ্ছে প্রগতির যুগ,
এ যুগে মানুষ গুলো নয়তো আবেগ।
প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে অগ্রসর,
চেতনার দিগন্ত সাগরে বারবার।
পেনড্রাইভ, সিডি,ডিভিডি, মেমোরিতে,
বহু তথ্য সংরক্ষণ এখন প্রযুক্তিতে।
ছবি তুলে ভিডিওতে তথ্য বিনিময়
নিজস্ব উদ্ভাবন দ্বারে সফলতায়।
ফেসবুক, টুইটার ব্যবহার করে,
তথ্য আদানপ্রদান নেট বরাবরে।
ব্যক্তিগত, সামাজিক, রাস্ট্রীয় জীবনে,
প্রতিরোধ গৃহীত তথ্য উদঘাটনে।
অশনি সংকেত বুঝলে আগের থেকে,
নিরাপদ ব্যবস্থা নিশ্চিত চতুর্দিকে।
প্রগতির যুগে মানুষ হলো যান্ত্রিক,
কলা কৌশলে পৌঁছে যাচ্ছে ঠিক।
তাং- ২৩/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।