প্রধানের দায়িত্ব
--------------------------------
-------শিব পদ রায়
প্রতিষ্ঠান প্রধানের অনেক দায়িত্ব,
নিষ্ঠার সাথে পালন করাই কৃতিত্ব।
গুরু দায়িত্ব মাথায় নিয়ে পথচলা,
সবার সংগে তাল মিলিয়ে ঐক্য বলা।
সমন্বয়কের ভূমিকা থাকতে হয়,
সার্বক্ষণিক কাটে জবাবদিহিতায়।
হিসাব নিকাশ চলে কড়ায় গন্ডায়,
সমস্যার সমাধান রাখেন মাথায়।
বুদ্ধিমত্তা খাটিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা,
কর্তব্য কর্মে সকলের থাকবে আস্থা।
একাডেমিক কর্মকাণ্ডে রবে স্বচ্ছতা,
ব্যবস্থাপনায় রাখেন আন্তরিকতা।
আইকন্টাক্ট রাখতে হয় সর্বদিকে,
অধিনায়কত্ব ইনিংস হবে সতর্কে।
সুনাম অর্জন করা সময়ের ব্যাপার,
ধৈর্য্য,ত্যাগ,সহিষ্ণুতা কাম্য সদ্ব্যবহার।
তাং- ১৯/১১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।