প্রবঞ্চনা
-------------------------------
-------শিব পদ রায়
যে প্রবঞ্চনা করে তাকে সবাই চিনে,
সেই লোকটাকে ঘৃণা করে মনেপ্রাণে।
প্রবঞ্চক মারাত্বক হয় সবখানে,
দূর্বিসহ করে তোলে মনুষ্য জীবনে।
প্রতারক মিথ্যাচার অভিনয় করে,
সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বরাবরে।
বিপদে পায়ে পড়তে দ্বিধা নেই তার,
কায়দায় ঘারে হাত দেয় বারংবার।
মিথ্যুককে পাওয়া যায় সচরাচর,
অপরের ভাল দেখলে হয় বেজার।
সদা কলহ বাঁধানো হলো স্বীয় ধর্ম,
মানুষের দু:খ কষ্টের বোঝে না মর্ম।
মানবের শত্রুতা করে এসব প্রতারক,
এদের কাজকর্ম সর্বত্র পৈশাচিক।
আমাদের দূরে থাকা উচিৎ সুকৌশলে,
প্রবঞ্চনা নিপাত যাক থাকি মঙ্গলে।
তাং-২০/১২/২৪ ইং