প্রাথমিকের ভিত
------------------------------
-------শিব পদ রায়
প্রাথমিক ভিত হচ্ছে প্রাক-প্রাথমিক,
যে কোন মূল্যে শক্ত করা আবশ্যিক।
শিক্ষক সর্বপ্রথম এগিয়ে আসবে,
জ্ঞানপ্রদীপ নিজ হাতে জ্বালিয়ে দিবে।
শিশুরা আগামী ভবিষ্যৎ জাতির জন্য,
শুভ্র সুন্দর দেহ মন হোক অনন্য।
মানুষ হলে গড়বে দেশের সম্পদ,
পৌঁছে যাবে এদেশ জানাবে সাধুবাদ।
শিক্ষকের ইষ্টেটান জাগাবে ছাত্র প্রাণ,
জীবন সমুজ্জ্বল হবে বাড়বে সম্মান।
গোড়া কাঁচা থাকলে শক্ত হবে না ভিত,
বর্তমানই উজ্জ্বল চায়না অতীত।
সিঁড়ির প্রথম ধাপে সমুন্নত হয়,
পরবর্তী ধাপগুলো ঠিক সমন্নয়।
জীবন প্রনালী এভাবে এগিয়ে যায়।
প্রাথমিকের ভিত দৃঢ় সঠিক সময়।
তাং- ০৫/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।