প্রাণ ঝরে গেল
---------------------------------
-------শিব পদ রায়
ছোট্ট শিশু ওবায়দুল্লাহ
স্কুলে আসতেছিল,
পথিমধ্যেই পিছন থেকে
ট্রাকেই ধাক্কা দিল।
কাঞ্চনপুরের ছাত্র সে যে
মারাত্মক জখমে,
রাবেয়া ক্লিনিকে ভর্তি হলে
ঢলিল মহাঘুমে।
কে জানিত প্রাণ যাবে তার
স্কুলে আসার পথে,
মরণ গাড়ি করবে গ্রাস
হবে তাকে মরতে।
সান্ত্বনা দেয়ার ভাষা নেই,
সহ্যের শক্তি দিও,
ঈশ্বরের নিকট কামনা
সমবেদনা নিও।
তাং- ২১/০৫/২৪ ইং
চুকনগর ডুমুরিয়া, খুলনা।