পোশাক পরিধান
-----------------------------
--------শিব পদ রায়
মার্জিত পোশাক পরিধান শ্রেয়
           স্বাচ্ছন্দ বোধটা হয় অহরহ,
সুদৃষ্টি পড়ে হয় সবার প্রিয়
         ভালো কাটে তাই জীবন প্রবাহ।

পোশাক পরিচ্ছদই পরিচ্ছন্ন
               ভাব বিনিময় হবে সুসম্পন্ন।
অশ্লীল ফরর্মূলায় তৈরি পণ্য
                 বিপদের কারণ হয় জঘন্য।

সুব্যবহার উদার আচরণ
                 মূল্যবোধের হয় পরিবর্তন,
পরিকল্পিত পোশাক পরিধান
                  সুপথে সবার করে আনায়ন।

ত্রুটিপূর্ণভাবে বস্ত্র পরিধান
                দুষ্ট চক্রের উদ্ভব আয়োজন,
নিজের সংকট নিজে উদ্ভোধন
                 আক্রমণের স্বীকার সর্বস্ব লুণ্ঠন।
     তাং- ০৯/০২/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।