পিতামাতা
--------------------------------
-------শিব পদ রায়
পিতামাতা পরম শ্রদ্ধেয় গুরুজন,
তাঁদের সেবা করা মোদের মূলধন।
তাঁরা প্রীত হলে ঈশ্বর সন্তুষ্ট হন,
আদেশ নির্দেশ কর্তব্য করি পালন।
হেন পিতামাতা হলো সাক্ষাৎ দেবতা,
ভবের মুখ দেখা সেই ভাগ্য বিধাতা।
যাদের অক্লান্ত শ্রম সন্তানের জন্য,
মানুষ করে গড়ে তুলে হয় যে ধন্য।
তিলে তিলে নি:শেষ করে আপনারে,
আশির্বাদ শিরোধার্য হয় বারবারে।
ছেলে মেয়ে সুখী হউক করে প্রার্থনা,
ঈশ্বর যেন ভালো রাখে সর্বভাবনা।
তাঁদের মতো আপন আর কেহ নয়,
খেতে শুতে সর্বদা রাখবে ভাবনায়।
পঞ্চগুরুর বড় গুরু এই বাবা মা,
তুলনা হয় না কভূ প্রাপ্তি সান্ত্বনা।
তাং- ০৬/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।