পতাকা
------------------
-----শিব পদ রায়
পতপত শব্দে ওড়ে পতাকা,
লাল সবুজের অপূর্ব আঁকা।
সোনার বাংলা জাতীয় সংগীত,
যার সংগে মিলে হই মোহিত।
এই পতাকা জাতীয় ঐতিহ্য,
রাখব মোরা সম্প্রীতি সৌহার্দ্য।
যে কোন মূল্যেই রাখবো মান,
জাতির জন্য বিরল সম্মান।
পতপত হৃদয়ের স্পন্দন,
ধমণী শিরার মিলবন্ধন।
ঐক্যতানে চলি একই সাথে,
দেশপ্রেমে অমিয় বিধিমতে।
জারিসারি ভাটিয়ালি জড়িত,
যে চেতনায় হই উদ্ভাসিত।
ঐক্যে গাঁথা এ সংগীত পতাকা,
মহামিলনের একই দীক্ষা।
তাং- ১৫/১২/২৩ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।