পাশাঙ্কুশা একাদশী
------------------------------------
--------শিব পদ রায়
আশ্বিন শুক্লাপক্ষের একাদশী মানে,
পাশাঙ্কুশা নামে ব্রহ্মবৈবর্তপুরাণে।
যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের নিকট বলেন,
ব্রতটির নাম বলুন মধুসূদন।
কৃষ্ণ কথা পদ্মনাভের পূজা করবে,
অভিষ্ট সুফল লাভে তিনি মুক্তি দিবে।
শ্রীহরির নাম-সংকীর্তনে তীর্থ ফল,
নরক যন্ত্রণা থেকেই মুক্তি সফল।
মহিমা শ্রবণে যমদণ্ড হতে মুক্তি,
এই ব্রত পালনে স্বর্গবাস ও ভক্তি।
দীর্ঘায়ূ, আরোগ্য, সুপত্নী ও বন্ধু লাভ,
ব্রতে রাত্রি জাগরনে বিষ্ণুলোক ভাব।
পাপকর্মে নরক যন্ত্রণা থেকে রক্ষা,
পালনে সর্বপাপ মুক্ত গোলোকে দেখা।
স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল দান,
পাপী পাপমুক্ত হয়ে সুখে পাবে স্থান।
তাং- ১৫/১০/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।