পরিস্থিতির প্রতিক্রিয়া
------------------------------------
-------শিব পদ রায়
পরিস্থিতি বিবেচনায় চলতে হবে,
ভাল কাজ করলে ফলটা ভাল পাবে।
সুকর্ম ছেড়ে কুকর্মে বিপরীত ক্রিয়া,
সময়েতে বলে দেবে পার্শ্ব প্রতিক্রিয়া।

যা ইচ্ছা তা করবে মোটে সুফল নয়,
ভালো ছাড়া খারাপ করবে পরাজয়।
সীমাহীন অত্যাচার সুখকর নয়,
ইটকেল মেরে পাটকেল খেতে হয়।

প্রতি কাজের সমান বিপরীত ক্রিয়া,
বিজ্ঞানী নিউটনের সূত্র বটে তৃতীয়া।
একই অবস্থা চলবে না নিরন্তর,
বদল জগৎময় দেখি সচরাচর।

আজ যা তোমার কালকে অন্য কারোর,
পালাক্রমে বয়ে আসছে তা পরষ্পর।
পরিস্থিতি সৃষ্টি হয়গো ভিন্ন কারণে,
সমাধানই হবে সংকট নিরসনে।

      তাং- ১৬/০৯/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।