পরিস্থিতি
--------------------------
---------শিব পদ রায়
সবকিছুর একটা সীমা থাকা উচিৎ,
গরমেরও নরম দেখবে কদাচিৎ।
অপেক্ষা আর ধৈর্য্যের পরীক্ষা দুয়ারে,
আসবে ক্ষণ সেজে মহারণ দুর্বারে।

মানব জীবন অতিষ্ঠ অগ্নি স্ফুলিঙ্গে,
অসহ্য যাতনা হারায় চেতনা অঙ্গে।
আর কত দেখা অঘটন পরিস্থিতি,
বিপর্যস্থ সকল কার্য্য নেই উন্নতি।

শুধু হুতাশ প্রকৃতি ভারসাম্যহীন,
কালের বিবর্তনে সবই মূল্যহীন।
করনা জুড়ি বসিল ধরা ছারেখারে,
উন্নয়ন ব্যর্থ পাঠাভ্যাস নিল কেড়ে।

এল বেপরোয়া গরম তীব্র অস্বস্তি,
কোথাও গিয়ে নেই একবিন্দু প্রশান্তি।
মানুষের শিক্ষা গাছ লাগানো উপায়,
দিবে সমাধান বেঁচে থাকার সহায়।

          তাং- ০২/০৫/২৪ ইং
         শিরোমনি, খুলনা।