পরিশ্রমী মানুষ
---------------------------------
-------শিব পদ রায়
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
শ্রম দেয় অহরহ,
তাদের নেইতো কোন অভাব
শৃঙ্খল থাকে দেহ।
হেন কাজে কর্মে থাকলে পরে
শরীর নিরাময়,
সুগঠিত শারীরিক গঠন
শান্তি বিরাজময়।
শ্রমিক যারা সবারই প্রিয়
সকলে কাজে ডাকে,
মনে তাদের প্রশান্তি কেবল
সর্বত্র বাঁকে বাঁকে।
শ্রমিকের জন্য আমরা বাঁচি
শ্রম মোদের প্রাণ,
তারা জাতির অমূল্য রতন
সব শান্তি বিধান।
তাং- ২২/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।