পরীক্ষা
-----------------------------
-------শিব পদ রায়
পরীক্ষা এলে পরে সকলের  চিন্তা হয়,
সবাই থাকে ভাল রেজাল্টের আশায়।
কর্ম যদি হয় প্রকৃত দুশ্চিন্তা না রয়,
তবু ভাবনা পাখা মেলে সম্ভাবনায়।

ছাত্র জীবনে অধ্যয়ন হলো তপস্যা,
নিরবধি পড়াশোনা তৈরি হয় নেশা।
পাঠের সাথে সম্পর্ক গড়ো পাবে ফল,
কাজ করবে প্রত্যহ হবে না বিফল।

শিক্ষক নির্দেশ সর্বদা মেনে চলবে,
গুরুজনে করো নতি শাস্ত্রে শিক্ষা পাবে।
ধ্যান জ্ঞান সাধনা নিয়ত মূল্যায়ন,
নিত্য পাঠ্যান্তে আনে গতি মানোন্নয়ন।

শ্রদ্ধা ভক্তি ভালবাসা থাকলে অন্তরে,
বিদ্যাপতি মা সরস্বতী জাগে মন্দিরে।
অভিলক্ষ্যে পৌঁছাতে ছেড়ো না আশা,
কার্যে পাবে লাগাম মাতৃকৃপা ভরসা।

     তাং- ১১/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।