পরিচ্ছন্ন বিদ্যালয়
-------------------------------------
-------শিব পদ রায়
পরিচ্ছন্ন বিদ্যালয় সবার পছন্দ,
এতে বিরাজমান শুচি শুভ্র আনন্দ।
মনের ভিতর শুধু রেখাপাত করে,
এমন বিদ্যাপীঠে সবে পড়ে আদরে।

পরিষ্কার পরিবেশ সবারি কামনা,
লেখাপড়ায় উন্নয়ন ঘটে ভাবনা।
রোগবালাই নয়তো সুস্থ দেহ মন,
খুশি শিক্ষক শিক্ষার্থী অফিসারগন।

শিক্ষকগন শিক্ষা দেন চেষ্টা আপ্রাণ,
ছাত্র ছাত্রী প্রতিদিন পাঠে দেয় মন।
আন্তরিক প্রচেষ্টা সফল প্রতিক্ষেত্রে,
সুনাম যশ খ্যাতি অর্জিত কর্মক্ষেত্রে।

সহপাঠক্রমিক কর্মকাণ্ডে উৎসাহ,
শিশুর প্রতিযোগিতায় বাড়ে আগ্রহ।
খেলাচ্ছলে শিখবে শিক্ষা বিদ্যায়তনে,
প্রতিষ্ঠিত হবে শিক্ষার্থী স্বীয় গুণে।

    তাং-০৪/০৩/২৫ ইং