পরিবেশ দিবস
-----------------------------------
---------শিব পদ রায়
বিশ্ব পরিবেশ দিবসের জন্য
লাগাতে হবে গাছ,
বন বনানীতে ভরলে স্বদেশ
পরিবেশ সবুজ।

একটি কাটলে তিনটি লাগাবে
বাচঁবে ধরা বেশ,
বেঁচে যাবে সামাজিক মানুষ
প্রশান্তি অবশেষ।

উদ্ভিদ দেয় যে প্রাণ অক্সিজেন
খাদ্য সরবরাহ,
মানুষই পায় জীবন জীবিকা
স্রষ্টার অনুগ্রহ।

গাছ লাগান পরিবেশ বাঁচান
করো নাকো নির্মূল,
বৃক্ষরাজি হবেতো সঙ্গের সাথী
পাবে সতেজ বল।

        তাং- ০৬/০৬/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।