পরিবার
---------------------------------
-------শিব পদ রায়
সুখের নিমিত্তে রচিত এক সংসার,
তার আরেক নাম সাধের পরিবার।
নারী এবং পুরুষ ঐক্যবদ্ধ বন্ধন,
যেথায় স্নিগ্ধ আত্মোপলব্ধি বিচরণ।

শুভ্র স্বপ্ন পূরণে আবদ্ধ চিন্তাধারা,
যেখানে মিলে একাকার পরম্পরা।
যাদের ঔরসজাতক সূত কামনা,
যেখানে রচিত অনাবিল সম্ভাবনা।

যেখানে পরিকল্পিত হিসাব নিকাশ,
থাকবে স্বামী স্ত্রীর মধ্যে শুভ্র আশ্বাস।
রবে ভবিষ্যত প্লান সংসার গোছানো,
ভাবি প্রজন্ম অপেক্ষায় সব সাজানো।

সাধনা করে আনবে সকল সন্তান,
মানুষ হয়ে দেশের করবে কল্যান।
বাবা মায়ের মুখ উজ্জ্বল কর্মকাণ্ডে,
পরিবারে সকল সুখ হবে আনন্দে।
        তাং- ১৯/০৬/২৪ ইং
     চুকনগর, ডুমুরিয়া, খুলনা।