পড়াশোনা
-------------------------------
----শিব পদ রায়
নিয়মিত পড়াশোনা নিত্যাভ্যাস হয়,
পড়তে পড়তে পড়ুয়া হবে নিশ্চয়।
ভাল রেজাল্ট করতে হবে জেনে রেখো,
নিজ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে থেকো।
ভালমন্দ বুঝেশুনে হবে অগ্রসর,
নৈমিত্তিক পড়ালেখা ভারী চমৎকার।
পাঠাভ্যাস নিত্য করবে না দিও ফাঁকি,
নিত্যকর্ম প্রত্যহ করো মনে আঁকি।
উত্তম ফল করা সাধনার ব্যাপার,
পরিশ্রম একাগ্রতায় হয় উদ্ধার।
উচ্চাকাঙ্খা থাকবে অধ্যয়নকারীর,
বাবামায়ের আশীষ সবার উপর।
শিক্ষকের আশির্বাদ শিরোধার্য বটে,
গুরুজনের সম্মান পথে ঘাটে বাটে।
ছাত্রগন পড়াশোনায় দিও মনপ্রাণ,
মানুষ হয়ে করবে দেশের কল্যান।
তাং- ০২/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।