পাড়ার সবাই মিলে
----------------------------------
-------শিব পদ রায়
পাড়ার সবাই মিলে একসাথে খেলি,
হারজিত হাসিমুখে মেনে নিয়ে চলি।
মোরা একে অপরের যেন ভাই ভাই,
একত্রে চলাফেরা কভু ভুলে না যাই।
একদিন আমরা অনেক বড় হবো,
উৎসব আনন্দ ভাগাভাগি করে নেব।
ঐক্য তানে ভাসিয়ে দেব এ দেহপ্রাণ,
পারষ্পরিক ভাব বিনিময়ে সমান।
এক সংগে গাইবো মোরা জাতীয় গীতি,
একই ছত্র ছায়ায় গড়বো সম্প্রীতি।
একমনে একধ্যানে করি আহবান,
মিলেমিশে একাকার একই সন্তান।
এক সংগে বেড়ে ওঠা এক সহোদর,
সুখে দুখে থাকি সেথা নাহি কেহ পর।
মানুষ হয়ে করবো দেশের কল্যান,
চিরদিন গাইবো তাই সাম্যের গান।
তাং- ১২/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।