পরানে কি যে চায়
-----------------------------------
-------শিব পদ রায়
পরানে কি যে চায়      অনেক ভাবনায়
             চোখে চোখে ঈশারায়,
নিরন্তর চাওয়া          আবেদনে পাওয়া
                সদিচ্ছা পূরণ হয়।

কত লোভ লালসা       মিটে না যে আশা
                আবারো দেখার ইচ্ছা,
মোহনীয় সৌন্দর্য          হৃদয়ে শিরোধার্য
                 পাবে নাতো তারে স্বেচ্ছা।

কবির কল্পনায়            ভাসে যে ভাবনায়
                ভালবাসা জেগে ওঠে,
পুলকিত নয়নে            চেয়েছ আনমনে
                ভালে কত কিছু ঘটে।

যদি আরো না আসো         অন্যকে ভালবাসো
                    লোকসান সম্ভাবনা,
তবে তুমি যা চাবে              তবুও যেন পাবে
                    পাওনা দু:খ বেদনা।

           তাং-২৯/০৩/২৫ ইং