পরাজয়ের গ্লানি
----------------------
---------শিব পদ রায়
রামের বানটি সহ্য করা যায় বটে,                       বানরের খিঁচুনি হজম বিটঘুটে।
বিশ্বকাপে ভারত ছিল প্রথম ক্লাশে,
সব দল ঠকিয়েই পরাজিত শেষে।
সবার দশা এক রকম কেন হলো,
নির্দিষ্ট ব্যবধানে সবাই ছিটকে গেল।
সুযোগ ছিল বিশ্বকাপ নেয়া হল না,
নিজ ঘরে হারালে ধন নেই সান্ত্বনা।              
আসবে দিন কবে তোমরা অবসরে,
অপেক্ষায় রবে প্রজন্ম জনম ভরে।
কষ্টের সাজানো প্লান ধূলায় লুন্ঠিত,
হাতছাড়া হল শিকারি হচ্ছি ব্যথিত।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।