পাপমোচনী একাদশী
-------------------------------------
--------শিব পদ রায়
চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী,
পাপমোচন করে বলে এ নাম বেশি।
মান্ধাতা লোমশ মুনিকে জিজ্ঞাসিলেন,
চৈত্রর‍থ পুষ্প উদ্যানে মেধাবী তপিতেন।

মঞ্জুঘোষ  চাইল করতে বশীভূত,
ঋষি অপ্সরীর সৌন্দর্যে বিমোহিত।
দুজনে পরষ্পরের প্রতি প্রীত হন,
ক্রমে কামক্রীড়ায় মুনির বহুদিন।

ভ্রষ্টে অপ্সরা গৃহে যেতে চান,
মুনির কথায় বহুবছর কাটান।
ছাপ্পান্ন বছর অতিক্রান্ত হলে পরে,
পাপীষ্ঠ দুরাচারিনী শাপানলে পড়ে।

শাপ থেকে মুক্ত হতে মুনির জিজ্ঞাসে,
ব্রত পালনে পিশাচত্ব দূর আশ্বাসে।
পিতার আশ্রমে মেধাবী মুক্তি প্রার্থনা,
ব্রত পালনে পাপমোচন সুরক্ষনা।

অবশেষে দুজনেই শাপমুক্তি পেল,
তারা দিব্যদেহে স্বর্গে অবস্থান নিলো।
পাপমোচনী একাদশী পালিবে সবে,
ব্রত পাঠ শ্রুতে সহস্র গোদান লভে।

    তাং- ২৫/০৩/২৫ ইং