পাখপাখালি
-------------------------------
-----------শিব পদ রায়
পাখপাখালির শব্দে ঘুম ভেঙে যায়,
কিচিরমিচির সুরেতে প্রভাতী গায়।
এ মানুষ প্রত্যুষে জাগতে দেরি করে,      
পাখিরা নিত্য সময় মত জাগে ভোরে।

এদের পালনে খুবই আপন হয়,
মানুষ কাছে টেনে নিলে আঁতে ঘা দেয়।
সৃষ্টির সেরা এ মানব সবাই বলে,
শিক্ষা পেলে পাখিরা মিশবে প্রাণ খুলে।

বিভিন্ন সুরে পাখিসকল করে গান,
খেয়ালেই শুনলে বুঝবে কন্ঠতান।
কোকিল খুবই সুকন্ঠী সবাই জানে,
হৃদস্পর্শী সুললিত গান ধরে মনে।

পাখিসব করে রব নিশি পোহাইল,
শিশুরা সেই কোলাহলে জেগে ওঠল।
পাখি গুলো সদা পরিবেশ রক্ষা করে,
ভালো মন্দ খাদ্য খেয়ে রাখে উপকারে।
     তাং- ২৫/০২/২৪ ইং
     চুকনগর ডুমুরিয়া, খুলনা।