পবিত্র শিবরাত্রি
-----------------------------------
-------শিব পদ রায়
পবিত্র শিব রাত্রি ব্রত করো পালন,
মহাদেব অল্পতেই পরিতুষ্ট হন।
নির্জলা উপবাস থাকলে খুব ভালো,
ভগবান শিবের প্রসন্ন দৃষ্টি আলো।
চার প্রহরে লিঙ্গ স্নান করাতে হয়,
প্রথমেই দুধের মন্ত্রে ঢালো মাথায়।
দ্বিতীয় সময়ে দধিমন্ত্র পড়ে ঢালো,
তৃতীয়তে ঘি ও চতুর্থ মধুমন্ত্রে ভালো।
তুমি সৃষ্টি আবার তুমি মহাপ্রলয়,
ধরায় করিছ পালন হে দয়াময়।
কখনো সাকার আবারও নিরাকার,
সবারি কৃপা করো ওগো পরমেশ্বর।
কেহ বলে ব্রহ্মা তব কেহ বলে বিষ্ণু,
তুমি জগতের পতি তুমি যে সহিষ্ণু।
মহাশিব চতুর্দশীতে করো স্মরণ,
মনষ্কামনা পূর্ণ হবে মনের মতন।
তাং-২৭/০২/২৫ ইং