পবিত্র রমজান
------------------------------
--------শিব পদ রায়
বছরই ঘুরে আসে মাহে রমজান,
ভাবগাম্ভীর্যে পালন করে মুসলমান।
একমাস সিয়াম সাধনায় সবে রত,
আল্লাহর গুণগানে মত্ত অবিরত।

পাক-পবিত্র শুদ্ধিতে কায়মনোবাক্যে,
প্রাণ ভরে ডাকেন মহান আল্লাহকে।
রোজা থাকেন সারা বিশ্বের মুসলিম,
সারা মাস থাকতে হবে আত্মসংযম।

আল্লাতে যার পূর্ণ ইমান আহবান,
কোথা সে মুসলমান নজরুলের গান।
যারা ক্ষুধাকাতর তাদের কষ্ট বোঝা,
খোদার সান্নিধ্য লাভেই থাকেন রোজা।

ভক্তি ভরে নামাজ কায়েমে ডাকো তাঁরে,
নিশ্চয়ই দিবেন সাড়া রোজ হাশরে।
ত্যাগের মহিমায় হইও উদ্ভাসিত,
সবার সংগে হৃদ বিনিময়ে আপ্লূত।
      তাং- ২৪/০৯/২৪ ইং
       শিরোমণি, খুলনা।