অভিশংসন
-----------------------------
--------শিব পদ রায়
সমাজে এমনই লোক পাওয়া যায়,
যারা অন্যের ভালো দেখতে নাহি চায়।
স্বীয় দোষ খোঁজে নাতো অন্যেকে দোষে,
নিজের খ্যাতি ছড়িয়ে বেড়ায় হামেশে।

নির্দোষীর দোষারোপ করতে মরিয়া,
বিদ্রুপ ঠাট্টা করে দিন কাটে হাসিয়া।
কত ভালো লাগে ওদের কাজই নাই,
অকর্মের ঢেকি ওরা দিনান্তে কামাই।

সমালোচনায় মুখর করে চক্রান্ত,
ভালো মাছে পোক ফেলে করে সাজাপ্রাপ্ত ।
একঘরে করে রাখে স্বার্থের ব্যাঘাতে,
আইনের কথা বললে ঘাঁ লাগে আঁতে।

প্রকৃত অপরাধী সাজা প্রাপ্তি হউক,
ন্যায় বিচার প্রতিষ্ঠিত কামনা হোক।
অভিশংসন যেন না দেখি এ সমাজে,
ফিরে আসুক সে স্বস্তি আনন্দ বিরাজে।
       তাং- ২৯/০৫/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।