অতি লোভ
-----------------------------------
--------শিব পদ রায়
অতি লোভে তাতি হয়তো নষ্ট
প্রায়ই দেখা যায়,
লোভের ঠেলায় জীবন ক্ষুন্ন
শান্তি দূরে পালায়।

লোভ যাকে গ্রাস করে সদাই
নিস্তার নাই তার,
প্রলোভনে পাপ পাপেই মৃত্যু
বিধান বিধাতার।

লোলুপ্ত জিহবা করো সংবরন
বাঁচতে যদি চাও,
অনন্ত অসীম সুখ মিলবে
প্রশান্তি পাবে তাও।

দ্রুত যারা ধন সম্পদ পায়
বেশিদিন টেকে না,
যে দরে আসে সেই দরে যায়
বিষয় সম্ভাবনা।

   তাং- ১৮/১০/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।