অপরের ক্ষতি
----------------------------------
-------শিব পদ রায়
অপরের ক্ষতির কথা চিন্তা
না করাই উচিত,
নিজের সর্বনাশ ডাকা হয়
ষোল আনা নিশ্চিত।

অন্যের মঙ্গল চিন্তাভাবনা
স্বীয় শুভম হবে,
উপকার করে যাবে না বৃথা
ঈশ্বর তা মিটাবে।

ভাল কাজের স্বীকৃতি থাকবে
হবে নাতো বিফল,
মনের প্রশান্তি বেড়েই যাবে
সুখ পাবে প্রবল।


পরের ভালো দেখে নাতো যারা
তাদের গতি নাই,
মরেও আনন্দ পাবে না তারা
যমদুয়ারে ঠাঁই।

  তাং- ০৫/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।