ঐক্য
---------------------------
---------শিব পদ রায়
মোরা একতার কথা বলি,
আমরা ঐক্যের পথে চলি।
সবাই একত্র বসে গান গাই,
সকলে আলপনা সাজাই।
সবাই ঐক্যতানে মিশবো,
সুরের ঐক্য তটে ভাসবো।
একই আত্মার শান্তি চাই,
অভেদ চেতনাতেই তাই।
ঐক্যতে মোরা শপথ করি,
চলবো গলায় হাত ধরি।
প্রশান্তির পথে সদা চলি,
এক সাথে জানাই অঞ্জলি।
তাং- ০৫/০৩/২৪ ইং
চুকনগর ডুমুরিয়া, খুলনা।